১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম বক্সিং জগতের ইতিহাসে অন্যতম আলোচিত এক লড়াইয়ে আগামীকাল সকাল সাতটায় লাস ভেগাসে মুখোমুখি হচ্ছেন দুই কিংবদন্তি ক্যানেলো আলভারেজ ও টেরেন্স ক্রফোর্ড।দুই তারকায় বক্সিংয়ে অপ্রতিরোধ্য ছিলেন ক্যারিয়ার জুড়ে। লাইট ওয়েট,মিডল ওয়েট সহ চার শ্রেণীতে একাধিক বিশ্ব চ্যাম্পিয়নশীপ জিতেছেন ক্রফোর্ড।সুপার ওয়েট ও ওয়েল্টার ওয়েটে ক্যাটাগরিত নকাউটে লড়াইয়ে টানা ৩১ ম্যাচে অপারজিত থাকা রিংয়ে এই আমেরিকা বক্সারের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। এর পরেও এই হাইভোল্টেজ লড়াইয়ে যেন তিনি ফেভারিট নন।কেননা তার প্রতিপক্ষ আলভারেজের রেকর্ড যে আরও বেশি ভীতি জাগানিয়া(৬৩-২-২)। ৩৯ নকাআউটে হারের মুখ দেখেননি তিনি।সুপার মিডল ওয়েট ক্যাটাগরিতে ইতিহাসের একমাত্র তারকা হিসাবে আনডিসপিউটে চার চারবার চ্যাম্পিয়নের মুকুট জিতেছেন আলভারেজ। দুই মহাতারকার লড়াইকে ইতিমধ্যেই 'ফাইট অব দ্যা সেঞ্চুরি' তকমা দেওয়া হয়েছে।এই মহারণে বিজয়ী...