বরগুনা জেলার বামনা উপজেলায় ব্যাটারিচালিত রিকশার এক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা ও রিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বামনা থানার ওসি হারুন অর রশিদ। নিহত মো. আজিজুল (২২) উপজেলার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা বাদল মিয়া বলেন, রাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় দূরে কিছু একটা পানিতে ফেলে দেওয়ার শব্দ শুনতে পান। পরে একটু সামনে এগিয়ে গেলে রাস্তায় রক্ত দেখে তিনি ডাকচিৎকার দিলে লোকজন ছুটে আসে। ঈদগাহ মাঠের সামনের দিকে গেলে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখা যায়। পরে লাইটের আলোতে ঈদগাহ মাঠের সামনের সড়কের পাশে একটি ডোবার কচুরীপানার ভেতর অর্ধ...