বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি, প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।” বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ কার্যক্রমে অংশগ্রহণ করেন ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসাসেবা গ্রহণ করেন প্রায় দেড় হাজার রোগী। আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, “এই ক্যাম্প মূলত গ্রামের দুস্থ, অসহায় মানুষদের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মানবিক...