ইলিশ মাছের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি ইলিশ ১৫০০ থেকে ৩৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাকে কমপক্ষে ২০০০ টাকা খরচ করতে হচ্ছে। গত সপ্তাহে ২৪০০ টাকা কেজি ওজনের মাছ বিক্রি হলেও বর্তমানে তা ২২০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে এমন চিত্র দেখা গেছে। শুধু মাছের পাইকারি বাজার ও খুচরা বাজারে ইলিশের দাম বেশি তা নয়, দেশের প্রতিটি সুপারশপে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কয়েকটি সুপারশপে কেজি প্রতি ১০০ থেকে ৫০০ টাকা দাম বাড়ানো হয়েছে। এলাকাভেদে ইলিশের দাম বেড়েছে সুপারশপে। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ঘুরে দেখা যায়, ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১৬৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ৯০০...