কিশোরগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় নরসুন্দা নদীর পানি প্রবাহ নিশ্চিতে ময়লা অপসারণ করেছে জেলা যুবদল।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বড় বাজার ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এসময় ব্রিজের মুখে ও নদীর দুই তীরে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ নানা প্রকার বর্জ্য অপসারণ করা হয়।যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে এক সময়ের খরস্রোতা নদীটির ময়লা-আবর্জনা মুক্ত করার এই উদ্যোগ নেয়া হয়।এ সময় যুবদল সভাপতি জানান, এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী বর্তমানে মৃতপ্রায়। দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে নদীটি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এটি। ময়লা ফেলে ভরাট করা হয়েছে সেতুগুলোর নিচ। ফলে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছে...