গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্রলারের একটি অংশ নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হেমা মাঝি (৫৪) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চেয়ারম্যান ঘাটে রান্না করার সময় নৌকাটিতে বিস্ফোরণ হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।আরো পড়ুন:পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তারসোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫ পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী আলতাফ জানান, দুইদিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে আসে মাস্টার মাঝি নামে ট্রলারটি। পরে ১১ জন জেলে বাড়ি চলে যান।...