সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার দোকানে ঢুকে পড়লে হাফিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কাশিয়াহাটা বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।আরো পড়ুন:ঝালকাঠিতে বাসচাপায় কৃষি শ্রমিক নিহতনতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। একজন মারা গেছেন। গাড়ির চালক ও যাত্রীদের নাম-পরিচয় জানার কাজ চলছে। গাড়ির ভেতরে থাকা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন।” মারা যাওয়া হাফিজ উদ্দিন সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে।...