ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর ছেলে হোয়াও মেন্ডেস নাম লিখিয়েছেন ইংলিশ ক্লাব হাল সিটিতে। ২০ বর্ষী হোয়াওয়ের ক্লাব এখন খেলছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে। প্রিমিয়ার লিগের পরের ধাপ এটি। ক্লাবটি হোয়াওয়ের সাথে একবছরের চুক্তি সেরেছে। ক্যারিয়ারে দীর্ঘসময় বার্সেলোনায় কাটিয়েছেন রোনালদিনহো। তার ছেলে হোয়াও ২০২৪এ বার্নলিতে আসার আগে ঝালিয়ে এসেছেন বার্সার যুব দলে। ইংলিশ ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে নিয়মিত খেললেও মূল দলে জায়গা পাননি। নতুন ঠিকানা খুঁজে হোয়াও বলেছেন, ‘আমি মনে করি বিভিন্ন কৌশলের ফুটবল রপ্ত করা ভালো। তা খেলতে পারাও দারুণ। ব্রাজিলে এটা একরকম, স্পেনে...