জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেলে। এরপর রাত সাড়ে দশটার দিকে শুরু হয় গণনা। তবে শুক্রবার সকাল পর্যন্তও ফলাফল পুরোপুরি শেষ হয়নি। ভোটার ছিলেন ১১ হাজারের বেশি, তার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। ভোট গণনায় দেরির কারণ জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম কয়েকটি বিষয় ব্যাখ্যা করেন। তিনি জানান, প্রথমে পরিকল্পনা ছিল ওএমআর মেশিন দিয়ে দ্রুত ফলাফল বের করার। কিন্তু প্রার্থীদের আপত্তিতে শেষ মুহূর্তে হাতে গুনে ভোট গণনার সিদ্ধান্ত হয়। স্বাভাবিকভাবেই এতে সময় বেশি লেগেছে। এ ছাড়া কিছু হলে সকাল নয়টার সময়মতো ভোট শুরু হয়নি, কোথাও মাঝপথে বন্ধ থেকেছে। বিশেষ করে বড় দুটি হলে দুপুর পর্যন্ত ভোট পড়া ছিল খুবই কম। বিকেলে একসঙ্গে বিপুল শিক্ষার্থী ভোট দিতে এলে...