জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতি গিয়ে অসুস্থ হয়ে একজন পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে নেমেছে শোকের ছায়া। শুক্রবার বেলা ১টার দিকে শিক্ষক জান্নাতুলের লাশবাহী অ্যাম্বুলেন্স পুরান কলা বিভাগে পৌঁছালে তার সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। পরে লাশ জানাজার জন্য নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানে প্রীতিলতা হলের এক শিক্ষার্থী বলেন, “ম্যাম আমার আঙুলে কালি করে দিলেন। গুনে দিলেন ব্যালট পেপার। শিখিয়ে দিলেন কিভাবে ভোট দিতে হবে। “বুথ খালি না থাকায় বারবার বললেন বাবা সরি আরেকটু অপেক্ষা করো। এই মানুষটা নাকি নাই! মানুষের জীবন এমন কেন?” বৃহস্পতিবার প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌস শুক্রবার...