বছরের দুই ঈদে দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের অন্য সময় থাকে সংকট। সেই সংকটের মধ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) মুক্তি পেল নতুন সিনেমা ‘নন্দিনী’। সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত এই সিনেমাটি দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন। ২০১৭ সালে শুটিং শুরু হয়ে ২০১৯ সালের শেষের দিকে শেষ হয়েছিল ‘নন্দিনী’ সিনেমার শুটিং। এরপর করোনা মহামারী ও প্রযোজকের অসুস্থতায় সিনেমার বাকি কাজ থেমে যায়। সবকিছু কাটিয়ে ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৎকালীন সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় সিনেমাটি। ২০২৪ সালের ২ আগস্ট মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু তখন ছাত্র জনতার আন্দোলন ঘিরে দেশের উত্তাল পরিস্থিতির জন্য পেছানো হয় মুক্তি। অবশেষে নানা চড়াই-উতরাই পেরিয়ে শুক্রবার মুক্তি পেল সিনেমাটি। পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘নন্দিনী’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয়...