বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা গ্রামে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলা এই ক্যাম্পে ঢাকা থেকে আগত প্রায় ৪০ জন চিকিৎসক বিভিন্ন সেবা প্রদান করেন। অর্থপেডিক, সার্জারি, শিশু, গাইনি ও চর্মরোগের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরসহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের তত্ত্বাবধানে। অনুষ্ঠানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রায় দেড় হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। গোতাশিয়া গ্রামের শাহিনুর আক্তার বলেন, “শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হচ্ছিল। বাড়ির কাছে ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় চিকিৎসা নিতে পারলাম। কিছু ওষুধ বিনামূল্যে পেয়েছি এবং কিছু ওষুধের নাম লিখেও দেওয়া হয়েছে। বাইরে ডাক্তার দেখালে অন্তত ৫০০-১০০০...