লক্ষ্মীপুরে রামগঞ্জের কাঞ্চনপুর এলাকায় জামায়াতের ওয়ার্ড আমীর সানোয়ার হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকার মীরপুর এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল হোসেন সম্পর্কে জামায়াত নেতা সানোয়ার হোসেনের চাচা। এর আগে, এই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তার হয়েছে পাঁচজন। প্রধান অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বারী। তিনি বলেন, পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত বিরোধে জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে। এই ঘটনার মূল আসামি কামাল হোসেনকে ঢাকার মীরপুর থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলে পাঠানো হয়েছে। মামলার সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত সময়ে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কামাল...