বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা কতটুকু তা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে লন্ডনভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। বৃহস্পতিবার প্রচারিত ‘বাংলাদেশ’স মিসিং বিলিয়নস, স্টোলেন ইন প্লেইন সাইট’ শিরোনামের তথ্যচিত্রে এফটি বলেছে, প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই টাকা কীভাবে দেশ থেকে বের করে নেওয়া হয়েছিল এবং তা ফেরত আনা আদৌ সম্ভব কি না, এ নিয়ে ফিন্যান্সিয়াল টাইমস বিক্ষোভকারী, রাজনীতিক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে। এ তথ্যচিত্রে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন এফটির দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিড, অ্যাগ্রিকালচার ও কমোডিটি করেসপনডেন্ট (আগে বাংলাদেশভিত্তিক সাংবাদিক ছিলেন) সুজ্যানা স্যাভিজ, স্পটলাইট অন করাপশনের ডেপুটি ডিরেক্টর হেলেন টেলর এবং ওয়েস্ট মিনস্টার লবি দলের...