ইয়েমেনের রাজধানী সানা ও আল-জওফ প্রদেশে চালানো ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬৫ জন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় কেবল সানাতেই নিহত হয়েছেন ৩৮ জন এবং আহত হয়েছেন ১৪৭ জন। অন্যদিকে আল-জওফ প্রদেশে নিহত হয়েছেন ৮ জন ও আহত হয়েছেন আরও ১৮ জন। মন্ত্রণালয়টি জানিয়েছে, ধ্বংসস্তূপে অনুসন্ধান অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে চালানো একাধিক হামলায় সানার আবাসিক ভবন, জনসেবামূলক স্থাপনা ও সংবাদমাধ্যমের কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। এদিকে নাগরিক সুরক্ষা ও চিকিৎসা দল ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের...