চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কৃতি সন্তান ডা. মিশকাত উদ্দিন মাহি ও ডা. নুসরাত জাহান লিজা ৪৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের এ সাফল্যে চকরিয়া পৌরসভা ও স্থানীয়রা গর্বিত ও আনন্দিত। স্থানীয়রা জানান, ডা. মিশকাত ও ডা. নুসরাত বহু বছরের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এই সাফল্য অর্জন করেছেন। তাদের এই কৃতিত্ব শুধুমাত্র পরিবারের জন্য নয়, সমগ্র চকরিয়া পৌরসভা ও কক্সবাজারবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক, বন্ধুবান্ধব এবং স্থানীয় সামাজিক সংগঠনগুলো তাদের সাফল্যকে আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন। স্থানীয় শিক্ষক মি. রফিকুল ইসলাম বলেন, "আমরা গর্বিত যে আমাদের ৩নং...