প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে আবারও উত্তাল ভারতের মণিপুর। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জাঁকজমকপূর্ণ সাজ-সজ্জাকে ঘিরে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন বলছে, শনিবার মণিপুর যাচ্ছেন নরেন্দ্র মোদি। এ ঘটনা ঘিরে বৃহস্পতিবার রাতের স্থানীয় লোকজনদের একটি দল পিয়ারসনমুনের সাজসজ্জা ভাঙতে শুরু করে। ব্যাপারটি আঁচ করতে পেরে এগিয়ে আসে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা। এরপরই শুরু হয় সংঘর্ষ। মণিপুর পুলিশ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন পুলিশ ও আধাসামরিক কর্মকর্তারা। তবে সংঘর্ষে হতাহত বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না— এ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। ২০২৩ সালের মে মাস...