চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ও প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে নয় শিক্ষার্থীর আমরণ অনশন কর্মসূচি শুক্রবার গড়াল তৃতীয় দিনে। অনশনরতদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে এ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীরা হলেন—বাংলা বিভাগের ওমর সমুদ্র, ধ্রুব বড়ুয়া ও সুদর্শন চাকমা, সঙ্গীত বিভাগের ঈশা দে ও জশদ জাকির, ইংরেজি বিভাগের আহমেদ মুগ্ধ ও নাইম শাহজাহান, মার্কেটিং বিভাগের সুমাইয়া শিকদার এবং স্পোর্টস সায়েন্সের রাম্রা সাইন মারমা। অনশনকারীদের মধ্যে ধ্রুব বড়ুয়া, সুমাইয়া শিকদার ও সুদর্শন চাকমাকে গুরুতর অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের স্যালাইন দেওয়া হচ্ছে বলে সহপাঠীরা জানিয়েছেন। রাম্রা সাইন মারমা বলেন, “টানা অনশনে প্রায় সবাই অসুস্থ হয়ে পড়েছে, অনেককে স্যালাইন...