ডাকসু নির্বাচনকে বামবলায়ের লোকরা, বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী বুঝতে পারছে না NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বরিশাল:আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণ-অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী বামবলায়ের লোকরা বুঝতে পারছে না।নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিব হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন অলরেডি সেটাকে ভুল প্রমাণিত করেছে বলে মন্তব্য করেন তিনি। আজ শুত্রুবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার আসাদৃজ্জামান ফুয়াদ বলেন, ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থিদের, জামাত শিবিরের বিজয়, জঙ্গিবাদ মৌলবাদের উত্থান এভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে। এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে। যেভাবে আওয়ামী লীগ গণ-অভ্যুত্থানকে বলেছিল জামাত শিবির, আমেরিকার, বিএনপির-জামাত...