শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে পশুর নদী সংলগ্ন গহীন বনে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানবির উদ্দিন প্রান্ত জানান, উদ্ধার হওয়া জেলেদের বাড়ী খুলনা জেলার দাকোব উপজেলায়। তারা গত ৩ সেপ্টেম্বর মাছ ধরতে সুন্দরবন সংলগ্ন নদীতে নামেন। ১১ সেপ্টেম্বর তাদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু রাঙ্গা বাহিনী। এর পর শুক্রবার ভোরে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়। আটক করা হয় রাঙ্গাবাহিনীর সদস্য নাসির মোল্লা ও মিন্টু সরদারকে। এ দুই দস্যু খুলনা জেলার বাসিন্দা। ওই সময়...