১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম জলবায়ু পরিবর্তন ঠেকাতে নতুন নতুন কৌশলের কথা উঠছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষ করে মেরু অঞ্চলগুলিকে লক্ষ্য করে কিছু কৃত্রিম পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে, যা অনেকের কাছে আশাব্যঞ্জক মনে হলেও বিজ্ঞানীরা এ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা কম, বরং পরিবেশ ও জলবায়ুর জন্য নতুন বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি ফ্রন্টিয়ার্স ইন সায়েন্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে ৪০ জনেরও বেশি গবেষক সতর্ক করেছেন, আর্কটিক ও অ্যান্টার্কটিক অঞ্চলে কৃত্রিম হস্তক্ষেপ বা জিও-ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা জলবায়ুর সমাধান নয়। এই গবেষণা জানাচ্ছে, এমন পদ্ধতিগুলো পরিবেশের ওপর অজানা ঝুঁকি তৈরি করবে এবং সবচেয়ে বড় ক্ষতি হবে, জীবাশ্ম জ্বালানি কমানোর মূল লক্ষ্য থেকে দেশগুলোর মনোযোগ সরে যাবে। ‘জিও-ইঞ্জিনিয়ারিং’ নামের এই...