১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম নরসিংদীতে চাঁদাবাজদের হুশিয়ারি করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন শামীম লিখেছেন, নরসিংদীতে চাঁদাবাজি, সেটা যে ফরম্যাটেই হোক, বরদাশত করা হবে না। এমনকি তিনি ক্রয়যোগ্য নয় বলেও ঘোষণা দেন'।শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে তিনি এসব কথা বলেন। 'চান্দাভাইদের 'শুভ' পুনরাগমন!' সম্বোধন করে চাঁদাবাজদের উদ্দ্যশ্যে শামীম আনোয়ার লিখেন, 'শুনলাম নরসিংদী পৌর শহরের সড়ক-চাঁদাবাজি আবারও শুরু হয়েছে। কয়েকজন সমালোচক শুভাকাঙ্ক্ষী আমাকে সেই চাঁদাবাজির ভিডিও পাঠিয়ে জানতে চেয়েছেন, এই কি তবে আপনার সেই 'চাঁদাবাজি শব্দ নরসিংদীর ডিকশনারি থেকে বিদেয়' করার নমুনা! চাঁদাবাজদের কাছ থেকে কত টাকার বাণ্ডিল নিয়ে তাদেরকে আবার শুরু করতে দিলেন! ভাইরাল হতে এসেছিলেন! স্ট্যান্টবাজি করার আর জায়গা পান না!... ইত্যাদি ইত্যাদি।' তিনি...