‘ছাত্রশিবির কর্মীদের ওপর আবার হামলা করা হলে ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির। ছাত্রদলের নেতাকর্মীরা আবার হামলার হুমকি দিচ্ছেন অভিযোগ করে জেলা শিবিরের সেক্রেটারি সাইয়্যেদ হোসেন এ হুঁশিয়ারি দেন। বরিশালের মুলাদীতে নিজ সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ছাত্রশিবির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে তিনি ওই হুঁশিয়ারি দেন। মিছিলটি মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁহ থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ কর্ণারে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম সৌরভ। এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মো. আকবর হোসেন, সেক্রেটারি মো. সাইয়্যেদ হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. আরিফ হোসেন,...