সিরাজগঞ্জ শহরের দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ঢুকে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে শহরের কাশিয়াহাটা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত দোকান মালিক মো. হাফিজ (৪২) সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, ভোরে শহরের দিক থেকে আসা একটি প্রাইভেটকার বেপোরোয়া গতির চলছিল। এ সময় গাড়ির ভেতর থেকে উচ্চস্বরে গান বাজানো এবং যাত্রীদের মাতলামি করতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দোকান মালিক নিহত হন। নিহতের আত্মীয় হাফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,মদ খেয়ে যদি রাস্তায় গাড়ি চালাতে আসে তাহলে আমরা কি রাস্তায় নিরাপদ? আমাদের পরিবার নিঃস্ব হয়ে...