দুবাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হতে যাচ্ছে ওমানের। তবে অভিষেকের রোমাঞ্চ দেশটির আমজনতাকে কতটা স্পর্শ করবে, তা নিয়ে সংশয় আছে যথেষ্ট। ১৭ জনের দলে খাঁটি ওমানি ক্রিকেটার যে মাত্র একজন! বাকি ১৬ জনের নাড়ি পোতা পাকিস্তান ও ভারতে। ৩৩ বছর বয়সি অলরাউন্ডার সুফিয়ান মেহমুদের জন্ম শুধু ওমানের রাজধানী মাসকাটে। বাকি ১৬ জনের মধ্যে ১০ জন এসেছেন পাকিস্তান থেকে, ছয়জন ভারতের। এখন সবাই ওমান জাতীয় দলের ক্রিকেটার হলেও ক্রিকেট তাদের মূল পেশা নয়। অধিকাংশই বিভিন্ন পেশায় সকাল-সন্ধ্যা অফিস করেন। মূলত জীবিকার সন্ধানে তাদের মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আসা। চাকরির পাশাপাশি খেলেন ক্রিকেট। এভাবেই খেলাটির প্রতি তাদের দুর্নিবার ভালোবাসার জোরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ওমান। দলটির অধিনায়ক যতিন্দর সিং ভারতের লুধিয়ানার ছেলে।...