সরেজমিনে হাইওয়ে পুলিশের একটি চেকপোস্টে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন যানবাহন থামিয়ে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাচাই করছেন। একইসাথে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট পরিধান ও নিরাপদ গতিতে গাড়ি চালানোসহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৯৮১টি মামলায় প্রায় ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব মামলা মূলত অবৈধ যানবাহন চলাচল, লাইসেন্সবিহীন চালক ও কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে দায়ের করা হয়। মাসওয়ারি জরিমানার চিত্র নিচে তুলে ধরা হলো: জানুয়ারি: ১৩০টি মামলা, জরিমানা – ৪ লাখ ৩৩ হাজার টাকা,ফেব্রুয়ারি: ১৩৪টি মামলা, জরিমানা – ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, মার্চ: ৮৪টি মামলা, জরিমানা – ৩ লাখ ১৩ হাজার টাকা, এপ্রিল:...