ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামে পরিচিত, তাঁর ফেসবুকের ভেরিফায়েড আইডি শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে আর পাওয়া যাচ্ছে না। নয় লাখেরও বেশি অনুসারী থাকা আইডিটি ফেসবুকে সার্চ করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরে যোগাযোগ করা হলে সাদিক কায়েম জানান, বৃহস্পতিবার রাতে আইডি স্বাভাবিক ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন লগইন করা যাচ্ছে না। এরপর একাধিক শুভাকাঙ্ক্ষীও তাঁকে জানিয়েছেন যে তাঁর আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কী কারণে এমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাঁদের প্যানেলের বেশ কয়েকজন প্রার্থীর আইডি আগেও একযোগে রিপোর্টের শিকার হয়েছিল। নির্বাচনের আগের দিন তাঁর এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম ফরহাদের আইডিও রিপোর্টের শিকার হয়ে সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল। পরে...