সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার এশিয়া কাপ ২০২৫–এ নামছে পাকিস্তান। আগা সালমানের নেতৃত্বে পাকিস্তান খেলবে গ্রুপ–এ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ওমান। পাকিস্তানের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে নানা আলোচনা। ওপেনিংয়ে সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানকে দেখা যেতে পারে। ফারহানকে দলে আনা হয়েছে বাবর আজমের পরিবর্তে। তিনি পিএসএল–এ দুর্দান্ত ফর্মে থাকলেও সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হন। সেখানে তার রান ছিল মাত্র ৬৩, গড় ছিল ১২.৬০। তবুও তাকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। কারণ তার আক্রমণাত্মক ব্যাটিং ভঙ্গি দলের আধুনিক টি–টোয়েন্টি কৌশলের সঙ্গে মানানসই। তিনে আসবেন ফখর জামান। তিনি স্পিন বোলিংয়ের বিপক্ষে দারুণ খেলেন। গত সিরিজে তিনি করেছেন ১৫৫ রান, গড় ছিল ৩৮.৭৫ এবং স্ট্রাইক...