ঢাকা: গুগলের জেমিনি অ্যাপে সম্প্রতি শুরু হয়েছে এক নতুন ট্রেন্ড। যা ‘ন্যানো ব্যানানা’ নামে পরিচিত। এই ট্রেন্ডে আপনি নিজের বা যে কোনো কিছুর ছবি ব্যবহার করে একদম বাস্তবসম্মত থ্রিডি ছবি তৈরি করতে পারবেন।এমন ছবি বানানো খুবই সহজ এবং এর জন্য কোনো অর্থও লাগে না। শুধু একটি ছবি এবং একটি ছোট লেখার মাধ্যমে আপনি নিজের থ্রিডি ছবি তৈরি করতে পারবেন।কীভাবে বানাবেনছবিটি বানাতে আপনাকে গুগলের এআই জেমিনি অ্যাপে শুধু একটি ছবি আপলোড করতে হবে এবং একটি নির্দিষ্ট নির্দেশনা ব্যবহার করতে হবে। এরপরই আপনার ছবির থ্রিডি মডেল ভার্চুয়াল ডেস্কটপে চলে আসবে।‘ন্যানো ব্যানানা’ থ্রিডি ছবি তৈরির সহজ ধাপগুলো—ধাপ ১: গুগল জেমিনি (বা গুগল এআই স্টুডিও) অ্যাপ খুলুন।ধাপ ২: যে ছবিটি দিয়ে পুতুল বানাতে চান, সেটি আপলোড করুন।ধাপ ৩: ঠিক এই নির্দেশনাটি কপি করে পেস্ট...