১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম রাশিয়ার ওপর পশ্চিমা চাপ ক্রমেই বাড়ছে। ইউক্রেন যুদ্ধ থামাতে দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করে আসছে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। এবার সেই তালিকা আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে লন্ডন সরকার। সরকারি এক বিবৃতিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানানো হয়, যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ৩০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে। পাশাপাশি, ৭০টি নতুন স্পেসিফিকেশন ও শর্ত সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড ও জাহাজ চলাচলের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলো। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, নতুন তালিকা অনুযায়ী ৩ জন ব্যক্তির পাশাপাশি ২৭টি আইনগত সত্ত্বা (সংস্থা ও কোম্পানি) নিষেধাজ্ঞার আওতায় আসছে। এর ফলে তারা যুক্তরাজ্যে কোনো আর্থিক বা ব্যবসায়িক...