১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে৷ প্রতি বছর বর্ষা এলেই নতুন করে দেখা দেয় ডেঙ্গু আতঙ্ক। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন৷ চলতি বছরে জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৭০ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ৷ এর মধ্যে চলতি বছরের জানুয়ারি, মার্চ ও এপ্রিলে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী না থাকলেও ফেব্রুয়ারিতে ৪ জন ও মে মাসে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। কিন্তু জুন মাস থেকে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। জুন মাসে ১১ জন, জুলাইয়ে ১৬ জন, আগস্টে ২৪ জন এবং চলতি...