১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম আগামী সংসদ নির্বাচন শান্তি-শৃঙ্খলার মধ্যদিয়েই অনুষ্ঠিত হবে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে। ভোটাররা ভোট দেয়ার জন্য উদগ্রিব হয়ে রয়েছে তার প্রমাণ ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে। , আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদের নির্বাচন তেমনি শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য ভাবে অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল অর্গানকে কাজ করার নির্দেশ দিয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে মাগুরার মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শন কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ এগিয়ে চলছে। এ নির্বাচন...