১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম রাজবাড়ীর পাংশায় ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানকে হাতুড়ী দিয়ে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে হাসিনা মঞ্জিলে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানের স্ত্রী হাসিনা বেগম বলেন, আমার ডায়াবেটিস। প্রতিদিন সকালে হাটাহাটি করি। শুক্রবার হাটাহাটি শেষ করে ফিরে এসে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। পরে আমাকে বলে মিরাজসহ কয়েকজন এসে সব নিয়ে গেছে। আমি উঠতেই আমাকে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। তিনি আরো বলেন, ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্নাংলকার ও নগদ টাকা নিয়ে গেছে হামলাকারীরা। পরে কামরুজ্জামানকে প্রথমে পাংশা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর...