গত ৮ জুলাই গঠিত ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আহবায়কের পরই প্রথম সদস্য হিসেবে নাম ছিল মোহাম্মদ আশরাফুলের। সাবেক এই অধিনায়ক এখন আর সেই তালিকায় নেই। ঠিক তার জায়গাতেই এখন আমিনুল ইসলাম বুলবুলের নাম। স্রেফ দুই মাসেই এমন পরিবর্তন আনায় কৌতূহল জাগছে অনেক। পাশাপাশি এই পদক্ষেপ উকসকে দিচ্ছে অনেক প্রশ্নও। সামনেই যে বিসিবির নির্বাচন! গত ৮ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন স্বাক্ষরিত ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুলকে রাখা হয়েছে ‘ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রাক্তন অধিনায়ক হিসেবে।’ তবে এখন আমিনুলের সবচেয়ে বড় পরিচয় বিসিবি সভাপতি। মূল প্রশ্নটি এখানেই। এর মধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন বিসিবির আগামী নির্বাচনে অংশ নেওয়ার। গত কিছুদিন ধরে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছে, ঢাকা বিভাগের কাউন্সিলর হয়ে বিসিবি...