পরে শুক্রবার গভীর রাতে গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।পাঁচ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, ৩ কিশোর আটকঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ইলিয়াসের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নাজমুল নামের এক মুরগির খামারিকে আটক করা হয়েছে।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হতে পারে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে কালঘোষা নদীতে ফেলতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ইলিয়াসের লাশ উদ্ধার...