চট্টগ্রাম:শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনাসহ ৭ দফা দাবিতে টানা অনশনে বসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থীর মধ্যে ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আরও ৫ জন অনশন চালিয়ে যাচ্ছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে প্রক্টর অফিসের সামনে ‘অধিকার সচেতন শিক্ষার্থী’র ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেদন লেখাকালীন সময়েও তাদের কর্মসূচি চলমান ছিল। অনশনরত শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর সমুদ্র, সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্রমৈত্রীর চবি শাখার সভাপতি জশদ জাকির, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে, স্পোর্টস সায়েন্স বিভাগের...