লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ২৩৪ বিলিয়ন (২৩ হাজার ৪০০ কোটি) ডলার পাচারের অভিযোগ করে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। এতে ব্যাংক দখল, ভুয়া ঋণ, হুন্ডি ও দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের বিষয়টি উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত ‘বাংলাদেশ’স মিসিং বিলিয়নস, স্টোলেন ইন প্লেইন সাইট’ শিরোনামের ডকুমেন্টারিতে আন্দোলনকারীদের পাশাপাশি অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিকরা অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন—এত বিপুল অর্থ কীভাবে বিদেশে চলে গেছে এবং তা ফেরত আনা সম্ভব হবে কি না। ডকুমেন্টারিতে দেখানো হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা নিয়ে বিক্ষোভের পর শেখ হাসিনার শাসনামলে সরকারের দমন–পীড়ন ও পুলিশের সহিংসতার প্রেক্ষাপট। জাতিসংঘের তথ্য অনুযায়ী আন্দোলনে অন্তত ১,৪০০ মানুষ নিহত হয়েছেন। ডকুমেন্টারিতে শেখ হাসিনা ও ঘনিষ্ঠদের দুর্নীতি তুলে ধরা হয়েছে। অভিযোগ করা হয়েছে,...