সাইবার আক্রমণের ঘটনায় কিছু গ্রাহকের তথ্য বেহাত হয়েছে বলে জানিয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার। কোম্পানিটি বলেছে, সাইবার আক্রমণের ফলে তাদের ‘কিছু তথ্যে’ প্রবেশ করতে পেরেছে হ্যাকার। এ আক্রমণের কারণে গাড়ি তৈরির কাজও বন্ধ রাখতে হয়েছে তাদের। তবে এর আগে জাগুয়ার ল্যান্ড রোভার বলেছিল, কোনো তথ্য চুরি হয়েছে কি না সে সম্পর্কে তাদের কাছে কোনো প্রমাণ নেই। বুধবার কোম্পানিটি বলেছে, তাদের তদন্তে এখন উঠে এসেছে, কিছু তথ্যে প্রবেশ করেছে হ্যাকার এবং এ বিষয়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানাবে তারা। এ হামলার ফলে যাদের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গেও কোম্পানিটি যোগাযোগ করবে। এর আগে, ৩১ অগাস্ট নিজেদের বৈশ্বিক কার্যক্রমে সমস্যা দেখা দেওয়ার পর সিস্টেম বন্ধ করে দিয়েছিল ভারতের টাটা মোটর্সের মালিকানাধীন এ কোম্পানিটি। এখনও কোম্পানিটির হ্যালিউডে মার্সিসাইড ও সলোহালে ওয়েস্ট মিডল্যান্ডস এবং ওলভারহ্যাম্পটনে অবস্থিত...