১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম হাবিবা আক্তার রিতি বয়সে একেবারে তরুণ। বিয়ের পরই পাশ করেছেন এইচএসসি। বয়সে তরুণ একজন নারীর জন্য সংসার সামলানো যেখানে অনেক কঠিন। এমন পরিস্থিতির মধ্যে উদ্যোক্তা হওয়া রিতি'র জন্য ছিল আরো অনেক কঠিন এবং দুঃস্বপ্নের মতো। অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম মানুষের সাফল্যের অন্যতম চাবিকাঠি। রিতি যার অন্যান্য উদাহরণ সৃষ্টি করেছেন। ২০২২ সালে শখের বশে একটি অ্যাকুরিয়াম ও ৫ টি রঙিন অ্যাকুরিয়াম ফিস কিনে বাসায় লালন পালন শুরু করে। এরপর অ্যাকুরিয়ামের ওই মাছগুলো বাচ্চা দিলে বাণিজ্যিক ভাবে উৎপাদন করার উদ্যোগ নেয় রিতি। মাত্র আড়াই বছরের ব্যবধানে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্ম প্রকাশ করেন তিনি। রঙিন অ্যাকুরিয়াম ফিস ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে রিতির মাসিক আয় এখন দেড়...