গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে আটকের সাড়ে সাত ঘণ্টা পর পুলিশ হেফাজতে রনি মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একইদিন দুপুর ২টার দিকে চোর সন্দেহে আটকের পর স্থানীয়রা রনিকে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে।আরো পড়ুন:মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যুহবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ জানান, ময়নাতদন্ত শেষে রনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রনিকে থানায় কোনো ধরনের নির্যাতন করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মারা যাওয়া রনি টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি টঙ্গীর বড় দেওড়া পরান মুলের টেক এলাকার একটি বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। এলাকাবাসী জানান, রনি একজন মাদকাসক্ত।...