জনপ্রিয় ক্রিকেট ম্যাগাজিন ‘উইজডেন’ চলতি শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে। শেষ ২৫ বছরে টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো সব খেলোয়াড়দের নিয়ে ঘোষণা করেছে সেরা একাদশ। তবে সেখানে আছে বিশাল এক চমক, চলতি শতাব্দীতে ১৩ বছর মাঠ দাপিয়ে বেড়ালেও এই তালিকায় নেই শচীন টেন্ডুলকারের নাম। শচীনের মতো নাম আসেনি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে কারোও। শচীন না থাকলেও এই তালিকায় ভারতীয় আছেন দুজন। দুই ক্রিকেটারই তার অনুজ, একজন তো ছিলেন তার সতীর্থও। তবে সবচেয়ে বেশি ৫ ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া থেকে। উইজডেনের শতাব্দীর সেরা টেস্ট একাদশে উদ্বোধনী জুটিতে রাখা হয়েছে ভারতের বীরেন্দর সেহওয়াগ ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে। তিনে আসবেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। টেস্ট ক্যারিয়ারে শচীন বেশিরভাগ সময় ব্যাট করেছেন চারে, তাকে না রেখে এই জায়গায় উইজডেন রেখেছে পন্টিংয়ের সতীর্থ স্টিভেন...