নিজ দেশে রাজনৈতিক চাপে পড়েছেন। নতুন নির্বাচনের দাবিতে প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানানোয় তাঁর প্রতি অসন্তুষ্ট সার্বিয়া সরকার। সে জন্য সার্বিয়ার সরকারঘেঁষা সংবাদমাধ্যমের কাছ থেকে ‘দেশবিরোধী’ দুর্নামও জুটেছে। কিন্তু এভাবে আর কত দিন! নোভাক জোকোভিচ তাই জন্মভূমি সার্বিয়াই ছেড়েছেন। দ্য গ্রিক হেরাল্ডের খবরে বলা হয়েছে, পরিবার নিয়ে সার্বিয়া ছেড়ে গ্রিসে স্থানান্তরিত হয়েছেন জোকোভিচ। ছেলেদের টেনিসে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি তাঁর সন্তানদের গ্রিসে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করেছেন বলে খবরে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। টেনিস২৪-এর খবর, নিজের ১১ বছর বয়সী ছেলে স্তেফান এবং ৮ বছর বয়সী মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করেছেন জোকোভিচ। এথেন্সের দক্ষিণাঞ্চলের উপশহর গ্লাইফাদায় বসবাসের স্থায়ী আবাসন পেয়েছেন জোকোভিচ। সেখানকার স্থানীয় এক ক্লাবে ছেলের সঙ্গে টেনিস খেলতে দেখা গেছে তাঁকে।...