দক্ষিণ আফ্রিকায় কাজী মহি উদ্দিন পলাশ (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ মিললো ফ্রিজে। নিহত পলাশ গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা। নিহতের বড় ভাই কাজী সালা উদ্দিন মাসুম জানান, জীবিকার তাগিদে গত ২০১২ সালে আফ্রিকা পাড়ি জমান পলাশ। পরে আফ্রিকার উইটব্যাংক এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে সে। টানা প্রায় ১০ বছরের বেশি সময় পর দেশে এসে বিয়ে করে পলাশ। সবশেষ গত এক বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকা যায় সে। তার তিন বছর ও এক বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা...