লিভারপুলের সাবেক স্ট্রাইকার দিয়োগো জটার মৃত্যুর পর ফুটবল বিশ্বে শোক এখনও কাটেনি। এর মাঝেই জটার ঘনিষ্ঠ বন্ধু রুবেন নেভেসকে ঘিরে তৈরি হলো বিতর্ক। জটার বিধবা স্ত্রী রুথ কার্দোসোর সঙ্গে নেভেসের অন্তরঙ্গ ছবি প্রকাশিত হয়েছে একটি পর্তুগিজ ম্যাগাজিনের। এই ঘটনায় সেই ম্যাগাজিনের ওপর বেজায় চটেছেন নেভেস। পর্তুগিজ ম্যাগাজিন ‘টিভিগুইয়া’-র কভারপেজে নেভেস এবং রুথ কার্দোসোর একটি অন্তরঙ্গ ছবি প্রকাশ করে শিরোনাম দেওয়া হয়েছে- ‘রুবেন নেভস এবং রুথ। জটার মৃত্যুর পর ঐক্যবদ্ধ। দিওগো জোতার বিধবা কীভাবে তার সেরা বন্ধুর উপর নির্ভর করে?’ তারা আরও লিখেছে, ‘জটার মৃত্যুর পর রুথের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন নেভেস। তিনি সেই বন্ধু যিনি জটাকে কখনও হতাশ করেননি এবং যিনি পরিবারের চেয়েও বেশি কিছু। ছবিটি প্রকাশিত হওয়ার পর ২৮ বছর বয়সী নেভেস ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যে ব্যক্তি...