১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের বিজয়কে ঘিরে দেশি-বিদেশি পরিমণ্ডলে আলোচনার ঝড় উঠেছে। ভারতীয় রাজনীতিক ও কংগ্রেস নেতা শশী থারুরের একটি টুইট এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে এক দীর্ঘ বক্তব্যে শিবিরের বিজয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন। ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়ের পর জামায়াতে ইসলামী পাকিস্তান কিংবা ভারতের পক্ষ থেকে অভিনন্দনের বিষয়ে ডা. জাহেদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম পরিবর্তন হলেও আদতে এটি পাকিস্তানি জামায়াতেরই একটি শাখা হিসেবে কাজ করে যাচ্ছে। পাকিস্তান ও ভারতের জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিবিরের জয়ে উচ্ছ্বাস প্রকাশ, অভিনন্দন বার্তা সবই এই বাস্তবতারই...