১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম ইউরোপের পূর্ব সীমান্তে সামরিক উত্তেজনা তীব্র হচ্ছে। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া “জাপাদ-২০২৫” শুরু হওয়ায় পোল্যান্ড তার পূর্ব সীমান্তে সেনা সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে যাচ্ছে। দেশের নিরাপত্তা বজায় রাখার জন্য সীমান্তে প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন করা হবে, যা বর্তমানে থাকা ১০ হাজার সেনার চেয়ে চার গুণ বেশি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু করায় পোল্যান্ড পূর্ব সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে। পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমচিক পলসাট নিউজ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, “জাপাদ মহড়ার জন্য পোল্যান্ড দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। এই মহড়ায় ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে। পোলিশ ও ন্যাটো...