দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করেছে লন্ডনভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস। তথ্যচিত্রের নাম ‘বাংলাদেশ’স মিসিং বিলিয়নস, স্টোলেন ইন প্লেইন সাইট’।তথ্যচিত্রে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই অর্থ কীভাবে দেশ থেকে বের করে নেওয়া হয়েছে এবং তা ফেরত আনা সম্ভব কি না, এ নিয়ে বিক্ষোভকারী, রাজনীতিক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে ফিন্যান্সিয়াল টাইমস।তথ্যচিত্র শুরু হয়েছে শেষ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপট দিয়ে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে শেখ হাসিনার সরকার সরকারি চাকরিতে কোটা প্রস্তাব আনে। আর এতে শেখ হাসিনার শাসন নিয়ে জমে থাকা ক্ষোভ ফেটে পড়ে জনতা। বিরোধীদের ওপর দমন–পীড়ন বাড়াতে থাকেন প্রধানমন্ত্রী হাসিনা। হাজার হাজার মানুষকে কারাগারে পাঠানো হয়।এ নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র...