এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল জ্বলে উঠেছিল। সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কিছুটা স্বস্তি নিয়ে দেশে ফিরেছে। শেষ ম্যাচে অধিনায়ক শেখ মোরসালিন একটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে দারুণ নৈপুণ্য দেখান। দেশে ফিরে এখন আক্ষেপ যেন আরও বাড়ছেই। শুরু থেকে যদি এমন পারফরম্যান্স দেখানো যেতো! এবার ভিয়েতনামে শুরুর দুই ম্যাচে ভিয়েতনাম ও ইয়েমেনের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় শেখ মোরসালিন-ফাহামিদুল ইসলামদের। দলের অধিনায়ক শেখ মোরসালিনের কণ্ঠে যেন আফসোস ঝড়লো। বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে পরের দুই ম্যাচে উন্নতি করেছি। যদি ইয়েমেনের বিপক্ষে এক পয়েন্ট ও আসতো তাহলে আজ চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্য আমাদের তা হয়নি। এটা আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা। সামনে এগিয়ে যেতে হলে ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা কাজে লাগবে।’...