গণরায় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সে জন্য ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে প্রতিটি কেন্দ্রে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ শুক্রবার রাজধানীতে ঢাকা-১৭ সংসদীয় আসনের কেন্দ্র পরিচালকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বনানী থানা আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান। এতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণের গুলশান জোনের পরিচালক সাইফুল ইসলাম, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, ক্যান্টনমেন্ট থানা আমির আব্দুস সাকি, গুলশান...