রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে সব ধরনের মাছের দাম ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। চাল-ডাল ও শাক-সবজির দাম আগেই বেড়েছিল, এবার মাছের চড়া দামে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য কাঁচাবাজার আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রামপুরা ও বনশ্রী এলাকার বাজারে সরেজমিনে দেখা যায়, গত এক সপ্তাহে সামুদ্রিক ও খাল-নদীর বিভিন্ন মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। সুপারশপগুলোতেও মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারে ব্যবসায়ীদের তথ্যমতে, কোরাল মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়, আইড় ৬০০ থেকে ৭৫০ টাকায়। চিংড়ির (বাগদা ও গলদা) দাম আকারভেদে ৭৫০ থেকে ১২০০ টাকা কেজি। ছোট চিংড়ি কেজিপ্রতি ১০০০ থেকে ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে। চাষ ও খাল-নদীর মাছের মধ্যে রুই ও কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়, ছোট পাবদা...